লোকসভা নির্বাচনে আশানুরূপ ফল মেলেনি৷ তবে মহারাষ্ট্র বিধান পরিষদ নির্বাচনে বড় জয় পেল বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোট। মুখ্যমন্ত্রী একনাথ শিন্দের শিবসেনা, উপ-মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের এনসিপি এবং বিজেপির সমন্বয়ে গঠিত মহাযুতি জোট ১১টি আসনের মধ্যে ন’টিতে প্রার্থী দিয়েছিল৷ সেই ন’টিতেই জয়ী হয়েছে তারা।

এবছরই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। তার আগে ‘সেমিফাইনালে’ এই জয় বিজেপিকে বাড়তি স্বস্তি দেবে। এদিকে নির্বাচনের আগে ক্রস ভোটিংয়ের আশঙ্কা ছিল। মহা বিকাশ আঘাড়ির বিধায়কদের রিসর্টে বন্দি করে রাখা হয়েছিল। এর পর ভোটের আগে তাঁদের নিয়ে যাওয়া হয় কড়া পাহারার মধ্যে দিয়ে।

মহারাষ্ট্রের বিধান পরিষদের ‘বিধায়কদের জন্য সংরক্ষিত’ ১১টি আসনের এই নির্বাচনের জন্য দক্ষিণ মুম্বইয়ের বিধান ভবন কমপ্লেক্সে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। এর পর শুরু হয় গণনা। যদিও বিরোধীদের দাবি ছিল, প্রবল বৃষ্টির কারণে ভোটগ্রহণের সময়সীমা বাড়ানো হোক। কিন্তু সেই আবেদনে সাড়া মেলেনি। ১২ জন প্রার্থীর মধ্যে ৯ জন ছিলেন বিজেপি জোটের। বাকি তিনজন বিরোধী মহা বিকাশ আঘাড়ির।

প্রসঙ্গত, এই নির্বাচনে সাধারণ নাগরিকরা অংশ নেন না। স্থানীয় প্রশাসনে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটেই ফলাফল নির্ধারিত হয়। তবে পশ্চিমবঙ্গের মত কিছু রাজ্যে বিধান পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় না। মহারাষ্ট্র ছাড়াও বর্তমানে ভারতের আরও ৫টি রাজ্যে বিধান পরিষদ রয়েছে। সেই রাজ্যগুলি হল- বিহার,অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তেলেঙ্গানা ও উত্তরপ্রদেশ।