আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডাররা টার্গেট করে হামলা চালিয়েছে। তারা সারি সারি লাশের ওপর দাড়িয়ে ক্ষমতা দখলের দুঃস্বপ্নে বিভোর ছিল।

বৃহস্পতিবার (২৫ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে জেলা আওয়ামী লীগ ভবনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নিহত শিক্ষার্থীদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, শিক্ষার্থীদের কোটা আন্দোলনে ভর করে বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস করেছে, দেশের অর্জনগুলো ধ্বংসস্তুপে পরিণত করার চেষ্টা করেছে।

কাদের দাবি করেন, বিএনপির দন্ডিত পলাতক আসামি তারেকের নির্দেশে কোটা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে এসব হত্যাকা- চালিয়েছে। সারি সারি লাশের উপর দাঁড়িয়ে তারা ক্ষমতায় যাবার দুঃস্বপ্নে বিভোর ছিলো। কোথায় কোথায় আক্রমণ করবে তার নীলনকশা আগে থেকেই করে রেখেছিলো বিএনপি-জামায়াতের সশস্ত্র ক্যাডাররা।

তিনি বলেন, কিছুদিন আগে বিএনপির বিভিন্ন কমিটিতে পরিবর্তন এনেছিলো। সেখানে চিহ্নিত সন্ত্রাসীদের দায়িত্ব দেয়া হয়। যেকোন ষড়যন্ত্র মোকাবিলায় আওয়ামী লীগ প্রস্তুত।

এসময় গুজবে কান না দিতে দেশবাসীর প্রতি আহবান তিনি।

দায়িত্বশীল নেতাদের নিজ নিজ এলাকায় অবস্থানের নির্দেশ দেন ওবায়দুল কাদের। বলেন, তারা এখনো ঘাপটি মেরে আছে, আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে।