ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির একটি ফুটবল মাঠে রকেট হামলায় ১২ শিশু ও তরুণ নিহত হয়েছে, আহত হয়েছে কয়েক ডজন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, শনিবার লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া একটি রকেট দ্রুজ শহর মাজদাল শামসে পড়ে। তবে ওই অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি।
ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি জানান, গোলান মালভূমির মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে রকেট হামলা হয়। হামলায় নিহত ১২ জন কিশোর-তরুণ।
ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘আমাদের কাছে থাকা তথ্য পরিষ্কার। নিরীহ শিশুদের হত্যার জন্য হিজবুল্লাহ দায়ী। আমরা হিজবুল্লাহকে জবাব দেয়ার জন্য প্রস্তুত হব, আমরা জবাব দেব।’
হামলার প্রতিক্রিয়ায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, এজন্য হিজবুল্লাহকে চড়া মূল্য দিতে হবে।
তবে ইসরাইলি অভিযোগ অস্বীকার করেছেন হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মদ আফিফ। তিনি বলেন, ইসরাইল তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে।
সাম্প্রতিক সময়ে ইসরাইলি ভূখণ্ডে হিজবুল্লাহ পরিচালিত সবচেয়ে রক্তক্ষয়ী হামলার ঘটনা এটা। গত বছরের অক্টোবরে ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনী সর্বাত্মক আক্রমণ শুরু করে। এরপর থেকে লেবাননের হিজবুল্লাহ সঙ্গেও সরাসরি সংঘাতে জড়িয়েছে ইসরাইলি বাহিনী। বর্তমানে ইসরাইলের ভূখণ্ডে রকেট হামলা জোরদার করেছে হিজবুল্লাহ। পাল্টা আক্রমণে হিজবুল্লাহর স্থাপনাতেও হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী।