ভারতের কেরালায় ভূমিধসে ২৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় অনেকেই আটকে পড়েছেন। ভূমিধসের পর বেশ কিছু এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয় সময় আজ মঙ্গলবার ভোরে চার ঘণ্টার বৃষ্টিতে কেরালার ওয়েনাড জেলার মেপ্পাদির কাছে একটি পাহাড়ি এলাকায় এই ভূমিধসের ঘটনা ঘটে।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা সংস্থা কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেসিডিএমএ) এ তথ্য নিশ্চিত করেছে। খবর- এনডিটিভি

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাজ বিজয়ন হতাহতের সংখ্যা নিশ্চিত করে বলেছেন, সরকারি সংস্থাগুলো ঘটনাস্থলে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।  কেরালা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দমকল বাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সদস্যদের উদ্ধার কাজের জন্য মোতায়েন করা হয়েছে। ভারী বর্ষণের কারণে উদ্ধারকাজ ব্যহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে মুন্ডক্কাই, চুরমালা, আত্তামালা এবং নুলপুজা রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, চুরামালার প্রধান সেতুটি ধ্বংস হয়ে গেছে। কাদামাটিতে ভেসে গেছে রাস্তাঘাট। ফলে বেশ কিছু এলাকা যোগাযোগের অযোগ্য হয়ে পড়েছে।

এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন এবং সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্যোগে নিহত প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছে। আহতদের ৫০ হাজার করে টাকা দেয়া হবে।

এছাড়াও, কংগ্রেস নেতা এবং ওয়েনাডের প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী বলেছেন যে, তিনি এই বিপর্যয়েরর জন্য গভীরভাবে ব্যথিত এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছে