আজ থেকে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী শুরু হয়েছে অফিস, আদালত, ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম। আর, দু’ ঘণ্টা বাড়ানো হয়েছে কারফিউ শিথিলের সময়সীমা।
এরই মধ্যে স্বাভাবিক হয়ে উঠেছে রাজধানীর জনজীবন। স্বস্তি ফিরতে শুরু করেছে মানুষের মনে। প্রধান সড়কগুলোতে বেড়েছে যানজট। কারফিউ শিথিল থাকার সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও কিছুটা কম লক্ষ্য করা গেছে রাজধানীজুড়ে।
আট কার্যদিবস পর নির্বাহী আদেশে বুধবার থেকে স্বাভাবিক সময়সূচিতে শুরু হয়েছে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম। ফলে সকাল থেকে রাজধানীর সড়কে ছিলো কর্মজীবী মানুষের চাপ।
ভয় এবং উৎকন্ঠা কাটিয়ে অনেকটা নির্বিঘেœই কর্মস্থলের পথে ছুটতে দেখা যায় তাদের। রাজধানীর প্রধান সড়গুলোতে ব্যক্তিগত গাড়ির অনেক চাপ দেখা যায়। তবে গণপরিবহনের সংখ্যা এখনও কম থাকায় বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে কর্মজীবী মানুষকে। মেট্রোরেল রেল বন্ধ থাকায় রাস্তায় যানজট অনেক বেড়েছে বলেও জানান অনেকে।
এদিকে দু’ ঘণ্টা বাড়িয়ে বুধবার রাজধানীতে কারফিউ শিথিল করা হয়েছে রাত আটটা পর্যন্ত। ফলে মোটামুটি স্বস্তি নিয়েই প্রয়োজনীয় কাজগুলো সেরে নিচ্ছে অনেকে।
কারফিউ শিথিল থাকার সময় রাজধানীর রাস্তাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। সেনাবাহিনীর সদস্যদেরও উপস্থিতিও তুলনামূলক কম ছিল। তবে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় তাদের নজরদারি রয়েছে আগের মতোই।
জনজীবন স্বাভাবিক হতে থাকায় আগের তুলনায় স্বস্তি নিয়েই চলাফেরা করতে দেখা গেছে রাজধানীবাসীকে।