নতুন প্রধান বিচারপতি হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রোববার (১১ই আগস্ট) দুপুরে বঙ্গভবনের দরবার হলে এই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গভবনের দরবার হলে উপদেষ্টা নতুন প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ বাক্য পড়ান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। পরে প্রধান বিচারপতি শপথপত্রে স্বাক্ষর করেন।
এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন। এছাড়া, শপথ গ্রহণ অনুষ্ঠানে তিন বাহিনী প্রধান, উপদেষ্টাদের বেশিরভাগ সদস্য এবং আইনজীবি ডক্টর কামাল হোসেনসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গভবনের দরবার হলে একসাথে প্রবেশ করেন। এ সময় জাতীয় সঙ্গীত বাজানো হয়।
শনিবার দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন। এছাড়া, আপিল বিভাগের আরও ৫ বিচারপতি পদত্যাগ করেন। এরপর শনিবার রাতে দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। শনিবার রাতে আইন মন্ত্রণালয় এর এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সৈয়দ রেফাত আহমেদের জন্ম ১৯৫৮ সালের ২৮ ডিসেম্বর। তিনি সাবেক তত্ত্বাবধায়ক সরকারে উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের প্রয়াত জ্যেষ্ঠ বরেণ্য আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ এবং প্রয়াত জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্য থেকে বিএ ও এম এ ডিগ্রি লাভ করেন। এরপর যুক্তরাষ্ট্র থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
সৈয়দ রেফাত আহমেদের ১৯৮৪ সালে জেলা আদালতে, ১৯৮৬ সালে হাইকোর্টে এবং ২০০২ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৩ সালের ২৭ এপ্রিল অতিরিক্ত বিচারপতি হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। দুই বছর পর ২০০৫ সালের ২৭ এপ্রিল হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হন।