সাকিব আল হাসানকে রেখেই পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ ছাড়া দীর্ঘ বিরতির পর সাদা পোশাকের দলে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা বেশিরভাগ ক্রিকেটারই জায়গা পেয়েছেন পাকিস্তান সফরের দলে।

আজ রোববার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে ১৬ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। এই সিরিজ খেলতে ১৭ আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা ছিল নাজমুল শান্তর দলের। তবে দেশের নিরাপত্তা শঙ্কার কারণে অনুশীলনে উপস্থিত হতে পারছেন না কোচিং স্টাফরা। এ কারণে ১২ আগস্ট পাকিস্তানে চলে যাচ্ছে বাংলাদেশ দল। ১৭ আগস্ট ইসলামাবাদে গিয়ে ১৮-২০ আগস্ট অনুশীলন করবে।

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে প্রথম টেস্ট। করাচিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ আগস্ট। দুটি ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।

জানা গেছে, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের জন্য বাংলাদেশ দল আগামীকাল (সোমবার) পাকিস্তানের উদ্দেশে রওনা দেবে। পুরো দল লাহোরে একত্রিত হবে এবং সেখানে ১৪-১৬ আগস্ট গাদ্দাফি স্টেডিয়ামে অনুশীলন করবে। সেখান থেকে প্রথম টেস্টের ভেন্যু ইসলামাবাদে যাবে ১৭ আগস্ট। প্রথম টেস্ট শুরু হবে ২১ আগস্ট, সিরিজের দ্বিতীয় টেস্ট ৩০ আগস্ট।

সাকিব আল হাসান কানাডায় টি-টোয়েন্টি লিগ খেলার উদ্দেশ্যে এতদিন কানাডা-যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন, যিনি সদ্য বিলুপ্ত দ্বাদশ সংসদে মাগুরা-১ আসনের সংসদ সদস্য ছিলেন। পাকিস্তান সফরের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও খালেদ আহমেদ।