সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতি শপথ নিয়েছেন। মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

শপথ নেওয়া চারজন হলেন– বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।

এর আগে সোমবার (১২ই আগস্ট) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নতুন চারজন বিচারপতিকে নিয়োগ  দেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সোমবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে তাদেরকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত চারজন বিচারককে তাদের শপথ গ্রহণের তারিখ হতে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক নিয়োগদান করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে।’ এই চারজনকে নিয়োগের মধ্যে দিয়ে আপিল বিভাগে এখন বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৬ জনে।

উল্লেখ্য গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর পর থেকে প্রশাসনের পাশাপাশি বিচার বিভাগের কাজও স্থবির হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে গত ১০ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সেদিন আপিল বিভাগের আরো পাঁচ বিচারপতি পদত্যাগ করেন। আপিল বিভাগে থেকে যান একমাত্র বিচারপতি মো. আশফাকুল ইসলাম।

ওই রাতেই সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন শপথ নিয়ে বিচার বিভাগের দায়িত্ব নেন সৈয়দ রেফাত আহমেদ। তাঁর এক দিন পরই আপিল বিভাগে চার বিচারপতি নিয়োগ দেওয়া হলো। তাঁরা শপথ নিলে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বিচারপতি এখন ছয়জন।