বড় হলো অন্তর্বর্তী সরকারের আকার। আজ শুক্রবার (১৬ই আগস্ট) সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত হয়েছেন নতুন চার জন উপদেষ্টা। বিকেলে বঙ্গভবনে নতুন উপদেষ্টারা শপথ নেন। তাদেরকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
নতুন উপদেষ্টারা হলেন– অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।
গত ১২ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস তার বিশেষ সহকারী হিসেবে উপদেষ্টার পদমর্যাদায় আলী ইমাম মজুমদারকে নিয়োগ দেন। এখন তিনি তিনি যুক্ত হচ্ছেন উপদেষ্টা পরিষদে ।
শপথ অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং মিশন প্রধান, সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক নেতা, সরকারের সচিবসহ উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন।
ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস ও ১৩ জন উপদেষ্টা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেন। তবে ১৭ সদস্যের অন্তর্বর্তী সরকারের তিনজন ঢাকার বাইরে থাকায় ৮ আগস্ট শপথ নিতে পারেননি। তবে ইতোমধ্যে তারা পরে শপথ নিয়েছেন। তাদেরকেও দায়িত্ব দিয়ে দফতর বণ্টন করা হয়েছে।