জাতিসংঘ মহাসচিবের শিশুদের বিরুদ্ধে সহিংসতা বিষয়ক বিশেষ দূত নাজাত মাল্লা মাজিদ বাংলাদেশের বর্তমান বিশেষ রাজনৈতিক বাস্তবতাকে কাজে লাগিয়ে দেশের শিশুদের নিপীড়ন, শোষণ আর নির্বিচার আটক হওয়া থেকে রক্ষা করতে আইনী ফাঁকগুলো দুর করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়েছেন। শুক্রবার (১৬ই আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
মাল্লা মাজিদ বলেন, “বাংলাদেশের তরুণ আর শিশুরা সাম্প্রতিক আন্দোলনের সম্মুখযোদ্ধা ছিলো। তাদের অর্জন অনেক। কিন্তু একই সঙ্গে এজন্য অনেক মূল্যও দিতে হয়েছে তাঁদের।”
ইউনিসেফের তথ্য অনুযায়ী সম্প্রতি বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলনে সরকারি দমনের ফলে ৬৫ জন শিশু নিহত হয়।
জাতিসংঘের বিশেষ দূত সংশ্লিষ্ট রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আর সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোকে আরো শক্তিশালী করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
মাল্লা মাজিদ এ সময় সম্প্রতি বিপুল সংখ্যায় শিশু-কিশোর গ্রেপ্তারের কথা উল্লেখ করে দেশের বিচার ব্যবস্থাকে শিশু-বান্ধব করার ওপর জোর দেন। অপ্রাপ্তবয়স্কদের জন্য পৃথক আদালত গঠনের পরামর্শও দেন তিনি।
তিনি বলেন, যেভাবে শিশু-কিশোররা আন্দোলনের সম্মুখভাগে ছিলো, সেভাবেই তাদেরকেই পরিবর্তন প্রক্রিয়ায় সবার আগে রাখতে হবে। অন্তর্বর্তী সরকারে তরুণদের অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, পরিবর্তন প্রক্রিয়ায় তরুণ ও শিশুদের সক্রিয় ও অর্থপূর্ণ সম্পৃক্ততা জরুরি।