রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে আব্দুল্লাহ আল তাহির (২৮) নামের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। আব্দুল্লাহ আল তাহিরের বাবা আব্দুর রহমান বাদী হয়ে আজ রোববার (১৮ আগস্ট) সকালে রংপুর মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে।

গত ১৬ই জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের ওপর গুলি করার এই ছবি ছাত্র-জনতার অভ্যূত্থান দমনে বলপ্রয়োগের প্রয়োগের প্রতীক। গুলিতে আবু সাঈদ নিহত হওয়ার এক মাসেরও বেশি সময় পর এ ঘটনায় হত্যা মামলা করেছে তার পরিবার।

নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী বাদী হয়ে রোববার রংপুরের তাজহাট থানায় এই মামলা করেন। এতে পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি, রংপুরের সাবেক পুলিশ কমিশনার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকসহ ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

এছাড়া গত ১৯শে জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আব্দুল্লাহ আল তাহিরের পরিবারও আলাদা মামলা করেছে। কোতোয়ালী মডেল থানায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আনিসুল হক, আসাদুজ্জামান খান কামালসহ ৪০ জনকে আসামি করা হয়েছে।

নারায়ণগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনের সময় আবুল হাসান সজন নামে এক যুবকের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা হয়েছে। শনিবার মধ্যরাতে নারায়ণগঞ্জ মডেল থানায় নিহতের বাবা বাদী হয়ে এই মামলা করেন। মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও সেলিম ওসমানসহ আসামি ৪৮ জন।

রাজধানীর আজিমপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৮ই জুলাই পুলিশের গুলিতে ‘আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ’ এর শিক্ষার্থী খালিদ সাইফুল্লাহ নিহতের ঘটনায় মামলা হয়েছে লালবাগ থানায়। শনিবার মধ্যরাতে নিহত শিক্ষার্থীর বাবা কামরুল হাসান শেখ হাসিনাকে প্রধান আসামি করে এই মামলা করেন। মামলায় সাবেক মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৯১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও দেড়শ’ থেকে ২০০ জনকে।

মামলা নিতে গড়িমসি করায় গতরাতে লালবাগ থানা ঘেরাও ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের সাথে আলোচনার পর মামলা রেকর্ড করা হয়।