ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন মৌসুম জয় দিয়ে শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আজ স্টামফোর্ড ব্রিজে ম্যানসিটি ২-০ গোলে হারিয়েছে স্বাগতিক চেলসিকে। ম্যাচের ১৮ মিনিটে গোল করেন আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির জার্সিতে শততম ম্যাচটা গোল করেই রাঙালেন হালান্ড।

ঘরের মাঠে শুরুতেই পিছিয়ে যায় চেলসি। ১৮ মিনিটে বের্নার্দো সিলভার পাস থেকে বল জালে পাঠান হালান্ড। ১-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় সিটি।

দ্বিতীয়ার্ধে সমানতালে লড়েছে দুদল। চেলসি গোল শোধের চেষ্টায় ছিল। তবে সিটিজেন রক্ষণ ভাঙা সম্ভব হয়নি তাদের। ৮৪ মিনিটে সফরকারীদের দ্বিতীয় গোলটি এনে দেন কোভাচিচ। ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলা বাহিনী।