সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিগত সরকারের মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় আরও তিনটি হত্যা মামলা দায়ের হয়েছে। সাভারে ছাত্র আন্দোলন চলাকালে আব্দুল আহাদ সৈকত নামে এক ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় মামলা করেছে তার বাবা। সাভার মডেল থানায় বৃহস্পতিবার রাতে দায়ের করা মামলায় প্রধান আসামি করা করা হয়েছে শেখ হাসিনাকে। এছাড়া, বিগত সরকারের সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ ১২৬ জনকে আসামি করা হয়েছে। অজ্ঞাত আসামি আরও ২৫০ থেকে ৩০০ জন।
নারায়ণগঞ্জের কাচপুরে কোটা সংস্কার আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয় শফিক মিয়া নামে একজন। এ ঘটনায় শেখ হাসিনা, ওবায়দুল কাদের, শামীম ওসমানসহ ১৫৬ জনের নামে সোনারগাঁ থানায় মামলা করেছে নিহতের পরিবার।
এছাড়া ফরিদপুরে শামসু মোল্লা নামে এক বাস চালককে হত্যার ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের ৪শ’ নেতাকর্মীকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার কোতয়ালী থানায় নিহতের স্ত্রী মামলাটি দায়ের করেন।
এদিকে, ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলায় শেখ হাসিনার সাথে ক্রিকেটার সাকিব আল হাসানকেও আসামি করা হয়েছে। গার্মেন্টসকর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে তার বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। এই মামলায় সাকিবকে ২৮ নম্বর আসামি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২২ শে আগস্ট) গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছন। ডিএমপির আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।