পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে কয়েকটি পৃথক সন্ত্রাসী হামলায় একদিনে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।
পাকিস্তানের বেলুচিস্তানে পুলিশ স্টেশন, রেললাইন ও মহাসড়কে যানবাহনে একযোগে হামলা চালিয়েছে সেখানকার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা। রোববার দিবাগত রাত থেকে গতকাল সোমবার ভোরের মধ্যে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
দেশটির সামরিক বাহিনী বলছে, লাসবেলা জেলার বেলাত শহরের একটি প্রধান মহাসড়কে যানবহন লক্ষ্য করে সন্ত্রাসীদের চালানো হামলার পর তাদের সঙ্গে লড়াইয়ে ১৪ জন পুলিশ ও সেনা নিহত হন। এর পাশাপাশি ২১ জন ‘সন্ত্রাসী’ও নিহত হয়।
মুসাখাইল জেলায় সশস্ত্র গোষ্ঠীর আরেক হামলায় ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এ সময় তারা ৩৫টি গাড়িতে আগুন দেয়। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, হামলাকারীরা পাঞ্জাব থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া কালাতে একটি পুলিশ চেকপোস্ট এবং একটি হাইওয়েতে হামলায় ১০ জন নিহতের খবর পাওয়া গেছে। এদের মধ্যে পাঁচজন পুলিশ এবং পাঁচজন বেসামরিক নাগরিক।
বোলান শহরের একটি রেল সেতুতে বিস্ফোরণের পর কোয়েটার সঙ্গে রেল চলাচল স্থগিত করা হয়। পুলিশ বলছে, রেলওয়ে সেতুতে হামলার স্থানের কাছে ছয়টি অজ্ঞাত মরদেহ পাওয়া গেছে।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি প্রথক বিবৃতিতে এসব হামলাকে বর্বর বলে আখ্যায়িত করেছেন। পাশাপাশি প্রতিশ্র“তি দিয়েছেন হামলাকারীদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে।