এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ ও তাঁর স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সব ধরনের ঋণ সুবিধা বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি তারা আমানতের টাকাও তুলতে পারবে না। এস আলম গ্রুপের মালিকানা রয়েছে এমন ৬ ব্যাংককে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এসব ব্যাংক হলো– ইসলামী ব্যাংক বাংলাদেশ, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন ও বাংলাদেশ কমার্স ব্যাংক। এর আগে সার্বিকভাবে এসব ব্যাংকের ঋণ বিতরণ সীমিত করা এবং এস আলমের স্বার্থসংশ্লিষ্ট সব ধরনের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা দেওয়া হয়। এদিকে গত রোববার এস আলমের ৭ ভাই, স্ত্রী, সন্তানসহ ১৩ জনের ব্যাংক লেনদেন-সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়েছে বিএফআইইউ।

ব্যাংকগুলোকে দেওয়া  নির্দেশনায় বলা হয়েছে, এস আলম গ্রুপ ও এর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর নামে-বেনামে কোনো নতুন ঋণসুবিধা দেওয়া যাবে না। তাদের আগের ঋণগুলোও নবায়ন করা যাবে না। এসব প্রতিষ্ঠান ও গ্রুপের নামে অনুমোদিত ঋণ ও ঋণসীমা বিদ্যমান থাকলেও তার বিপরীতে কোনো ধরনের উত্তোলন সুবিধা দেওয়া যাবে না। অর্থাৎ এসব হিসাব থেকে নগদ উত্তোলন, স্থানান্তর বা অন্য যেকোনোভাবেই টাকা সরানো যাবে না। এ ছাড়া এসব প্রতিষ্ঠান গ্রুপের নামে অনুমোদিত ঋণপত্র বা গ্যারান্টির মেয়াদ থাকলেও এর বিপরীতে নতুন করে সুবিধা দেওয়া যাবে না।

তবে আগে ঋণপত্র খোলা হয়েছে, এমন দায় পরিশোধের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রা হিসাব, রপ্তানি প্রত্যাবাসন কোটা অথবা টাকার আমানত হিসাবে থাকা অর্থ ব্যবহার করা যাবে।

এদিকে গত রোববার এস আলমের ৭ ভাই, স্ত্রী, সন্তানসহ ১৩ জনের ব্যাংক লেনদেন-সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়েছে বিএফআইইউ।