সà§à¦¨à¦¾à¦®à¦—ঞà§à¦œà§‡à¦° শানà§à¦¤à¦¿à¦—ঞà§à¦œ উপজেলায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন বনà§à¦§à§ নিহত হয়েছেন। ঠঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। বà§à¦§à¦¬à¦¾à¦° দিবাগত রাত ৯টার দিকে উপজেলার পূরà§à¦¬ পাগলা ইউনিয়নের সà§à¦¨à¦¾à¦®à¦—ঞà§à¦œ-সিলেট সড়কের দামোদরতপী à¦à¦²à¦¾à¦•à¦¾à§Ÿ ঠদà§à¦°à§à¦˜à¦Ÿà¦¨à¦¾ ঘটে।
নিহতরা হলেন, জাউয়াবাজার ইউনিয়নের কৈতক গà§à¦°à¦¾à¦®à§‡à¦° জালাল উদà§à¦¦à¦¿à¦¨à§‡à¦° ছেলে হৃদয় হোসেন (২০), আঙà§à¦—à§à¦° মিয়ার ছেলে লায়েক আহমদ (২০) à¦à¦¬à¦‚ সাদিকà§à¦° রহমানের ছেলে জামিল মিয়া (২০)।
পà§à¦²à¦¿à¦¶ ও সà§à¦¥à¦¾à¦¨à§€à§Ÿ সূতà§à¦°à§‡ জানা যায়, সà§à¦¨à¦¾à¦®à¦—ঞà§à¦œ থেকে ময়মনসিংহগামী আরà¦à¦®à¦ªà¦¿ পরিবহনের à¦à¦•à¦Ÿà¦¿ যাতà§à¦°à§€à¦¬à¦¾à¦¹à§€ বাস বিপরীত থেকে আসা à¦à¦•à¦Ÿà¦¿ মোটরসাইকেলকে চাপা দেয়। ঠসময় মোটরসাইকেলটি বাসের নিচে ঢà§à¦•à§‡ যায়, আর তাতে আরোহী তিন তরà§à¦£ ছিটকে পড়ে থাকেন সড়কে। বামà§à¦ªà¦¾à¦°à§‡ আটকে গেলে মোটরবাইকটিকে পà§à¦°à¦¾à§Ÿ à¦à¦• কিলোমিটার টেনে নিয়ে যায় ওই বাস।
à¦à¦¦à¦¿à¦•à§‡, ছাতকের গৌবিনà§à¦¦à¦—ঞà§à¦œ à¦à¦²à¦¾à¦•à¦¾à§Ÿ বাসচালক দà§à¦²à¦¾à¦² মিয়াকে আটক করে পিটà§à¦¨à¦¿ দিয়ে পà§à¦²à¦¿à¦¶à§‡à¦° হাতে তà§à¦²à§‡ দেয় à¦à¦²à¦¾à¦•à¦¾à¦¬à¦¾à¦¸à§€à¥¤ পà§à¦°à¦¤à§à¦¯à¦•à§à¦·à¦¦à¦°à§à¦¶à§€ দামোদরতপী গà§à¦°à¦¾à¦®à§‡à¦° বাসিনà§à¦¦à¦¾ à¦à¦¨à¦¾à¦®à§à¦² হক বলেন, বিকট শবà§à¦¦ শà§à¦¨à§‡ বাড়ি থেকে বের হয়ে সড়কে à¦à¦¸à§‡ দেখি মোটরসাইকেল চাপা দিয়ে যাতà§à¦°à§€à¦¬à¦¾à¦¹à§€ বাস দà§à¦°à§à¦¤à¦—তিতে পালিয়ে যাচà§à¦›à§‡à¥¤ তিন জনের লাশ সড়কে পড়ে আছে। বাসের বামà§à¦ªà¦¾à¦°à§‡ মোটরসাইকেলটি আটকে আছে।
পরে সà§à¦¥à¦¾à¦¨à§€à¦¦à§‡à¦° দেওয়া খবরে পà§à¦²à¦¿à¦¶ ওই তিন তরà§à¦£à§‡à¦° লাশ উদà§à¦§à¦¾à¦° করে সà§à¦¨à¦¾à¦®à¦—ঞà§à¦œ সদর হাসপাতালের মরà§à¦—ে পাঠায়।
জয়কলস হাইওয়ে পà§à¦²à¦¿à¦¶ ফাà¦à§œà¦¿à¦° ওসি মোহামà§à¦®à¦¦ সালেহ আহমদ সাংবাদিকদের বলেন, দà§à¦Ÿà¦¿ মোটরসাইকেলে ছয় যà§à¦¬à¦• কৈতক à¦à¦²à¦¾à¦•à¦¾ থেকে সà§à¦¨à¦¾à¦®à¦—ঞà§à¦œà§‡ যাচà§à¦›à¦¿à¦²à§‡à¦¨à¥¤ পথে বাসের ধাকà§à¦•à¦¾à§Ÿ à¦à¦• মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন। অনà§à¦¯ মোটরসাইকেলের তিন আরোহীও আহত হন।
দà§à¦°à§à¦˜à¦Ÿà¦¨à¦¾à¦° খবর পেয়ে সà§à¦¨à¦¾à¦®à¦—ঞà§à¦œà§‡à¦° পà§à¦²à¦¿à¦¶ সà§à¦ªà¦¾à¦° মিজানà§à¦° রহমান ঘটনাসà§à¦¥à¦² পরিদরà§à¦¶à¦¨ করেছেন। তিনি বলেন, ঠঘটনায় চালককে আটক করা হয়েছে। বাসটি জবà§à¦¦ করা হয়েছে। আইন অনà§à¦¯à¦¾à§Ÿà§€ বà§à¦¯à¦¬à¦¸à§à¦¥à¦¾ নেওয়া হবে।