দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সব চ্যালেঞ্জকে মোকাবিলা করে দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার শপথ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বিএনপি মহাসচিব।
ছাত্র-জনতার অভ্যূত্থানে গেল ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মুক্ত পরিবেশে এবার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করছে দলটি।
৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রোববার সকাল থেকেই রাজধানীর চন্দ্রিমা উদ্যান বিজয়স্মরণী শেরেবাংলা নগর এলাকা নেতাকর্মীদের স্লোগানে মুখোরিত হয়ে উঠে। বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলে দলে ব্যানার ফেস্টুন ও ফুলের তোড়া নিয়ে জড়ো হয় শহীদ জিয়ার সমাধিতে। পরে সিনিয়র নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র পূনরুদ্ধারের জন্য বিএনপি দীর্ঘ বছর ধরে লড়াই করে যাচ্ছে। গুম, খুন এবং মামলা হামলা করে এই লড়াই বন্ধ করা যায়নি। ২৪ সালের ছাত্র জনতার বিজয়কে সম্মুন্নত রাখতে বিএনপি আগামীতেও নেতৃত্ব দেবে।
সব চ্যালেঞ্জ মোকাবেলা করে বিএনপি নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়েছে বলেও জানান বিএনপি মহাসচিব।
যে স্বপ্ন নিয়ে দল প্রতিষ্ঠা করা হয়েছিলো সে স্বপ্নকে বাস্তাবায়নে বিএনপি সবসময় মাঠে থাকবে বলেও জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।