ভারতের বেশ কয়েকটি রাজ্যে ভারী বৃষ্টি অব্যাহত রয়েছে। মহারাষ্ট্র, তেলেঙ্গানা এবং অন্ধ্র প্রদেশে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। বৃষ্টি ও বন্যার কারণে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানায় ২৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে অন্ধ্রপ্রদেশে ১৫ জন এবং তেলেঙ্গানায় ৯ জনের প্রাণহানি হয়েছে।
গত দুই দিন ধরে ভয়াবহ বন্যার কবলে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা। অন্ধ্র প্রদেশে জলাবদ্ধতার কারণে বন্ধ হয়ে গেছে অনেক রাস্তাঘাট। বাতিল হয়েছে প্রায় ১৪০টি ট্রেন শিডিউল। বেশ কয়েকটি অঞ্চল বিচ্ছিন্ন হয়ে পড়ায় আটকা পাড়েছে হাজার হাজার মানুষ।
অবিরাম ভারী বর্ষণ ও বন্যার কারণে তেলেঙ্গনার অনেক এলাকা থেকে বহু মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
রাজ্য জুড়ে সরকারি এবং ব্যক্তিগত সম্পত্তির ব্যাপক ক্ষতি হয়েছে, ক্ষতির সম্ভাবনা হাজার কোটি টাকা। প্রবল বৃষ্টিতে মহারাষ্ট্রের অনেক এলাকা পানিতে তলিয়ে গেছে।
হিমাচল প্রদেশ, গুজরাট, মধ্যপ্রদেশ ও আসমেও ভারী বৃষ্টি হচ্ছে। জারি করা হয়েছে বন্যা ও ভূমিধসের সতর্কতা। এসব রাজ্যে আরও ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।