ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি সৈয়দ শুকুর আলী শুভসহ ২৫ জন সাংবাদিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ডিআরইউ নেতৃবৃন্দ। তারা পেশাদার সাংবাদিকদের এ ধরনের হত্যা মামলা থেকে অবিলম্বে অব্যাহতির আহ্বান জানিয়েছেন।

আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) এক বিবৃতিতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষে সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম ও সাধারণ সম্পাদক মহি উদ্দিন বলেন, ‘ঢালাওভাবে পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দেয়া গণমাধ্যমের স্বাধীনতাকে সংকুচিত করবে। সাংবাদিকদের বিরুদ্ধে এ রকম হত্যা মামলা চলমান থাকলে পেশাদারিত্ব রক্ষায় বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে ডিআরইউ।

খোলা চিঠিতে সাংবাদিক সংগঠনের নেতারা বলেন,  ৫২ জন মিডিয়াকর্মীকে হত্যার মামলায় জড়ানো, তাদের কয়েকজনকে কারারুদ্ধ করা এবং অনেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা মতপ্রকাশ ও চিন্তার স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। প্রধান উপদেষ্টাকে তারা বলেন, “সংবাদপত্রের স্বাধীনতাকে দমন করা শুধু আপনার প্রশাসনের নয়, একটি দেশ হিসেবে বাংলাদেশের ভাবমূর্তিও ক্ষুন্ন করে।”

এ বিষয়ে ড. ইউনূসের ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ কামনা করে সাংবাদিক নেতারা তাঁকে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান যাতে তারা ভয় ও পক্ষপাত ছাড়াই নিজেদের দায়িত্ব পালন করতে পারেন।

সাংবাদিকদের হয়রানি করা হলে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে তারা তুচ্ছ অভিযোগে গ্রেফতারকৃত সাংবাদিকদের অবিলম্বে মুক্তির দাবিও জানান।

খোলা চিঠিতে এফসিসি সভাপতি এস ভেঙ্কট নারায়ণ, পিসিআই সভাপতি গৌতম লাহিড়ী, আইডব্লিউপিসি সভাপতি পারুল শর্মা এবং পিএ সভাপতি ছায়া কান্ত নায়কের নাম রয়েছে।