পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এর সাথে বৈঠক করেছেন সফররত মার্কিন প্রতিনিধিদল। আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক করেন তারা।

বৈঠকে আমেরিকান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান।

এসময় বৈঠকে দ্বিপাক্ষিক নানা বিষয় নিয়ে আলোচনা হয়। মানবাধিকার ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে সহায়তা করবে বলে জানায় প্রতিনিধি দলটি।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সফরে গতকাল শনিবার বাংলাদেশে এসেছে মার্কিন প্রতিনিধি দল।

বৈঠকে মার্কিন প্রতি‌নি‌ধি দ‌লের নেতৃত্বে ছি‌লেন যুক্তরাষ্ট্রের প্রধান রাজস্ব দফতরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইম্যান। বৈঠকে উপস্থিত ছি‌লেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

গণমাধ্যমে পাঠানো মা‌র্কিন দূতাবাসের এক বার্তায় বলা হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে পেরে ভালো লেগেছে। আমরা আমাদের অংশীদার বাংলাদেশের সাঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ।