পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি পুরণে অস্বীকৃতি জানিয়েছে বিজিএমইএ। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিজিএমইএ উত্তরা অফিসে এক জরুরি সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।
পোশাক শিল্পখাতে বিদ্যমান অস্থিরতা ও সমস্যা নিরসনে বেতন-ভাতা বৃদ্ধিসহ সরকারের কাছে ১৮টি দাবি উত্থাপন করে শ্রমিক পক্ষ। এর মধ্যে প্রধান দাবি, মজুরি বোর্ড পুনর্গঠন করে মজুরি পুনর্নির্ধারণ ও বাৎসরিক ন্যূনতম ১০ শতাংশ ইনক্রিমেন্ট (বেতন বৃদ্ধি)।
শ্রমিকদের এ দাবি মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে বিজিএমইএ। তারা বলেন চলমান বেতন দিতেই অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। ৫ বছর পরে নির্ধারিত সময়ে মজুরি বৃদ্ধি করার কথা জানান মালিকরা। বাৎসরিক ইনক্রিমেন্ট ৫ শতাংশই থাকবে ১০ শতাংশ করা সম্ভব নয়।
তারা জানান মালিকদের সর্বোচ্চ চেষ্টা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতার পরও সাভারের আশুলিয়ায় গার্মেন্টস কারখানা চালু করা যাচ্ছে না। এমন পরিস্থিতি দীর্ঘদিন ধরে চলতে থাকলে গার্মেন্টস সেক্টর ধ্বংস হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে তৈরি পোশাক শিল্প রপ্তানিকারীদের সংগঠন বিজিএমইএ।