মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কের বোয়ালী সেতু এলাকায় তারাসীমা গার্মেন্টসের কর্মীবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে তিন নারী নিহত হয়েছে। আহত হয়েছেন ওই বাসে থাকা ২৫ জন যাত্রী। আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম জানান, সকাল সাড়ে ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গার্মেন্টস কর্মীবাহী মিনি বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আর ট্রাকটি পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। বাস-ট্রাক সংঘর্ষে দুর্ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর আরো ২ জন মারা যায় বলেও তিনি জানান। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষনিকভাবে জানা সম্ভব হয়নি।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মী , হাইওয়ে পুলিশ ও থানা পুলিশ  স্থানীয় মানুষের সহায়তায় হতাহতদের উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠায়।
শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাম্মী আক্তার জানান, আহত ২০ জনকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এছাড়া হাসপাতালে আনার আগেই দুই নারী গার্মেন্টস কর্মী মারা গেছেন।