চট্টগ্রাম সমুদ্র বন্দর পতেঙ্গায় তেলবাহী জাহাজ ‘বাংলার জ্যোতিতে’ অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বিএসসি’র চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকালের দিকে জাহাজে আগুন লাগে। তবে কী কারণে আগুন লেগেছে তা জানা যায়নি।

জানা গেছে, সকালে জ্বালানি তেল বোঝাই করে জাহাজটি জেটিতে আসে। তেল খালাস করার সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। বাংলার জ্যোতি ট্যাংকার জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন পুরোনো জাহাজ।

জাহাজে আগুন লাগার পর কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে ছড়িয়ে যায়। এতে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।