সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবি বিক্ষোভরত শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে এক শ্রমিক নিহত হয়েছে। সোমবার টঙ্গাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় মন্ডল নীট ওয়্যার কারখানার সামনে একদল শ্রমিক বিক্ষোভ শুরু করে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সরাতে গেলে সংঘর্ষ শুরু হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এসময় বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়। এই ঘটনায় কাউসার হোসেন খান নামে আহত এক শ্রমিককে আশঙ্কাজনক অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
এছাড়া, আশুলিয়ার বাইপাইল এলাকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বার্ডস গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা। এসময় নবীনগর-চন্দ্রা মহাসড়কে দীর্ঘ সময় যানচলাচল বন্ধ থাকে। পরে দুপুরে পুলিশ এসে তাদের সরিয়ে দিলে আবার যান চলাচল স্বাভাবিক হয়।
সোমবার আশুলিয়া শিল্পাঞ্চলের ১৮টি কারখানায় উৎপাদন বন্ধ থাকলেও বাকী সব শিল্প কারখানায় উৎপাদন চলছে স্বাভাবিকভাবে।