বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বাফুফে নির্বাচন কমিশন। আগামী ২৬শে অক্টোবর হবে বাফুফে কার্যনির্বাহী কমিটির নির্বাচন।

আজ সোমবার ফুটবল ফেডারেশনের কার্য নির্বাহী কমিটির প্রধান নির্বাচন কমিশনার মেজবাহ উদ্দিন এই তফসিল ঘোষণা করেন। আগামী ৯ই অক্টোবর থেকে মনোনয়নপত্র গ্রহণ শুরু হবে।

নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা ৯, ১০ ও ১২ই অক্টোবর বাফুফে ভবন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করতে পারবে।

সভাপতি পদে ১ লাখ, সিনিয়র সহ-সভাপতি পদে ৭৫ হাজার, সহ-সভাপতি পদে ৫০ হাজার ও সদস্য পদে মনোনয়ন পত্রের মূল্য ২৫ হাজার। মনোনয়নপত্র সংগ্রহ করে ১৪ ও ১৫ই অক্টোবর দাখিল করতে হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশন দেড় দিন সময় দিয়েছে। ১৯ অক্টোবর সারা দিনের পাশাপাশি ২০ অক্টোবর দুপুর ২ টা পর্যন্ত সময় রয়েছে।

২৬শে অক্টোবর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকালে বাফুফের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। সাধারণ সভার পর ঐদিন দুপুর ২ থেকে ৬ টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবারের বাফুফে নির্বাচনে  ভোটার সংখ্যা ১৩৩।