মঙ্গলবার প্রকাশিত হয়েছে ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। যারা নিজেদের ফলাফল নিয়ে অসন্তুষ্ট, তাদের জন্য ফল পুনঃনিরীক্ষার আবেদন করার সুযোগ দেয় শিক্ষা বোর্ড। আজ বুধবার (১৬ই অক্টোবর) থেকে শুরু হবে এই আবেদন প্রক্রিয়া, যা চলবে আগামী ২২ অক্টোবর পর্যন্ত।
আন্তঃশিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে, এইচএসসি ও সমমানের ফলাফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীরা প্রতি বছরের মতো এবারও বোর্ড চ্যালেঞ্জ বা ফল পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবে। পুনঃনিরীক্ষা আবেদনের জন্য ফি নির্ধারণ করা হয়েছে প্রতি বিষয় বা প্রতি পত্রের জন্য ১৫০ টাকা।
ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, এ ফল পুনঃনিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের টেলিটক সিম ব্যবহার করে এসএমএসের মাধ্যমে আবেদন করতে হবে। পুনঃনিরীক্ষণের আবেদন প্রক্রিয়ার বিস্তারিত ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পাওয়া যাবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ। মঙ্গলবার (১৫ অবেক্টাবর) বেলা ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।