৭ মার্চ গুরুত্বপূর্ণ, তবে জাতীয় দিবসের মতো গুরুত্বপূর্ণ নয় বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। বুধবার (১৬ অক্টোবর ) দুপুরে সচিবালয়ে আট জাতীয় দিবস বাতিল প্রসঙ্গে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে আওয়ামী লীগ। এ দেশের, এ ভূখণ্ডের জন্য অনেক মানুষের অবদান আছে। যেসব জাতীয় দিবস বাতিল করা হচ্ছে, সেগুলো আওয়ামী লীগ চাপিয়ে দিয়েছিল। সরকার মনে করেছে সেগুলো অগুরুত্বপূর্ণ, তাই বাতিল করা হচ্ছে।
তিনি বলেন, আর কোনো দিবস বাতিলের প্রয়োজন মনে হলে করা হবে। জুলাই অভ্যুত্থানের গুরুত্ব হিসেবে কোনো কোনো দিবস প্রতিষ্ঠিত করা হবে।
তিনি বলেন, বাতিল করা দিবসগুলো পরবর্তীতে আবারও পুনঃপ্রতিষ্ঠা করা হবে কি-না, তা জনগণ ঠিক করবে। আপাতত ৫ই আগস্টকে প্রাধান্য রেখে একটি জাতীয় দিবস প্রতিষ্ঠা করা হচ্ছে।
উপদেষ্টা নাহিদ বলেন, বঙ্গবন্ধুকে জাতির পিতা মনে করে না অন্তর্বর্তী সরকার। জাতির পিতা মনে করে আওয়ামী লীগ। তিনি মনে করেন, শেখ মুজিবকে আওয়ামী লীগই অসম্মানিত করেছে। তার মূর্তি বানিয়ে পূজা করেছে।
নাহিদ বলেন, বঙ্গবন্ধুকে অসম্মানিত করা হচ্ছে না। ইতিহাস বিকৃতও করা হচ্ছে না। বরং প্রকৃত ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করতে চায় সরকার।
তিনি বলেন, নতুন বাংলাদেশে অনেক সিদ্ধান্ত নিতে হচ্ছে। চাইলেই আমলাতন্ত্র পুরো বাতিল করা যাবে না। প্রশাসনকে ঢেলে সাজানো হচ্ছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ সবার কথাকে গুরুত্ব দেয়া। সমালোচনা নিচ্ছে এই সরকার। জনগণের সমর্থন নিয়েই কাজ করছে সরকার।