বিভিন্ন থানার দায়ের করা হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী ফারুক খান, সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে কারাগারে প্রেরণ করা হয়েছে সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভির হাসান সৈকতকে।

আজ বৃহস্পতিবার (১৭ই অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে প্রত্যেককে হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন জানান মামলাগুলোর তদন্তকারী কর্মকর্তারা। পরে রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

এদিকে, ঢাকা উত্তর সিটি করপোরেশনে সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামকে মোহাম্মদপুর থানায় দায়ের করা তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার পরে তাঁকে আদালতে নেওয়া হয়।