ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে রাশিয়ায় সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া। এ তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। উত্তর কোরিয়ার পক্ষ থেকে রাশিয়াকে যুদ্ধ সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে, এমন অভিযোগের মধ্যেই নতুন করে সেনা সরবরাহের বিষয়টি সামনে এসেছে।

এ অবস্থায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল শুক্রবার এ নিয়ে নিরাপত্তা বৈঠক ডাকেন। তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই যেকোনো উপায়ে এর জবাব দিতে হবে।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার (এনআইএস) অভিযোগ, ইতোমধ্যে দেড় হাজার উত্তর কোরিয়ার সেনা রাশিয়ায় পৌঁছেছেন। নাম প্রকাশ না করে একাধিক সূত্র দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে বলেছে, উত্তর কোরিয়া প্রায় ১২ হাজার সেনা রাশিয়ার হয়ে যুদ্ধ করতে পাঠাতে পারে।

এনআইএস দাবি করেছে, উত্তর কোরিয়ার সেনারা রাশিয়ার চারটি ঘাঁটিতে প্রশিক্ষণ নিচ্ছেন। এ ছাড়া গত আগস্ট মাস থেকে ১৩ হাজার কনটেইনার যুদ্ধ সরঞ্জাম পাঠিয়েছে উত্তর কোরিয়া।

শুক্রবার নিরাপত্তা বৈঠক করে দক্ষিণ কোরিয়া। এতে দেশটির জাতীয় নিরাপত্তা কার্যালয়ের কর্মকর্তা, জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ও জাতীয় গোয়েন্দা কার্যালয় ও প্রেসিডেন্টের কার্যালয় অংশ নেয়। বৈঠকে বলা হয়, এ পরিস্থিতি অগ্রাহ্য করার মতো নয়। তারা যৌথভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এর প্রতিক্রিয়া জানানোর জন্য আহ্বান জানাবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি অভিযোগ তোলেন, গোয়েন্দা তথ্য অনুযায়ী, ১০ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা যুদ্ধে যোগ দিতে পারেন বলে তিনি মনে করেন জেলেনস্কির এ অভিযোগের পরপরই দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে অভিযোগ তোলা হয়।