সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মিথ্যাচার করেছেন- এমন মন্তব্য আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের। সোমবার (২১ অক্টোবর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ অফিসকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ছাত্র জনতার অভ্যূত্থানের মুখে গেল ৫ই আগস্ট দেশ ছেড়ে ভারতে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেদিন রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর পদত্যাগের কথা জানান।

কিছুদিন পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার নামে প্রচারিত একটি বক্তব্যে শোনা যায় তিনি পদত্যাগ করেননি। বিষয়টি তখন নানা আলোচনার জন্ম দেয়।

সম্প্রতি মানবজমিন পত্রিকার সম্পাদক মতিউর রহমান চৌধুরী রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের একটি সাক্ষাতকার নেন, যা গেল ১৯শে সেপ্টেম্বর মানবজমিনের সাপ্তাহিক রাজনৈতিক সংস্করণ ‘জনতার চোখ’ এ প্রকাশিত হয়। যেখানে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেন, শেখ হাসিনার পদত্যাগের কোনো দালিলিক প্রমাণ তার কাছে নেই। তিনি আরও বলেন এ নিয়ে আর বিতর্কের সুযোগ নেই, তিনি দেশ ছেড়ে চলে গেছেন- এটাই সত্য।

রাষ্ট্রপতির এই বক্তব্যের পর শেখ হাসিনার পদত্যাগ করেছেন কিনা তা নিয়ে আবারো আলোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানান আইন উপদেষ্টা।

বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হবে বলেও জানান আসিফ নজরুল।

এদিকে, একই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। নিজের ভেরিফাইড ফেসবুক পেইজে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ একটি ভিডিও বার্তাও দেন।