দেশে ছয়শ’ ছত্রিশ প্রজাতির ডলফিনের অস্তিত্ব পাওয়া গেছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, জরিপ অনুযায়ী এই মুহুর্তে মোট এক হাজার তিনশো বায়ান্ন টি ডলফিন আছে।
আজ বৃহস্পতিবার (২৪শে অক্টোবর) রাজধানীতে আন্তর্জাতিক মিঠা পানির ডলফিন দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য তুলে ধরেন। জানান, মেঘনা, পদ্মা, যমুনা, কর্ণফুলী ও হালদা নদীতে গবেষণা করে ডলফিনের এই পরিসংখ্যান পাওয়া গেছে।
উপদেষ্টা জানান, নদীতে দূষণ বেড়ে গেলে ডলফিন বাঁচাতে পারে না। তাই নদীদূষণ কমাতে হবে। প্রতিটি জেলায় অন্তত একটি নদী দূষণ মুক্ত রাখতে হবে।
তিনি আরো বলেন সবুজের আচ্ছাদন বাড়ানো বনবিভাগের প্রাথমিক দায়িত্ব। যে বনে যে গাছ হয় সে গাছ দিয়ে বনায়ন করতে হবে। ইউকেলিপটাস ও আকাশমনি গাছ লাগাতে দেয়া হবে না। বন বিভাগের কর্মকর্তাদের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার নির্দেশনাও দিয়েছেন সৈয়দা রিজওয়ান হাসান।