অন্তর্বর্তী সরকারের বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, রাষ্ট্রপতির পদত্যাগ এখন জনদাবী। তবে এটা কোন প্রক্রিয়ায় হবে তা নির্ধারণ করবে উপদেষ্টা পরিষদ। বৈশাখী টেলিভিশনকে তিনি বলেন, এটা কোন গোপনীয় বিষয় নয়।

রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে কিনা এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, জনগনের ভোট ছাড়া যারা এতদিন নিজেদের সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধান দাবি করেছে সেটাই ছিল বড় সাংবিধানিক শূন্যতা।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশের পর বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ বিষয়ে বৈশাখী টেলিভিশনকে দেয়া একান্ত সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকারের অবস্থান আরো স্পষ্ট করলেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকার মনে করে রাষ্ট্রপতির বক্তব্য শপথ লঙ্ঘনের শামিল। ছাত্রজনতার  দাবি বাস্তবায়নে অর্ন্তবর্তী সরকার কোন পদ্ধতিতে এগুবে তা উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক শূন্যতা তৈরি হবে কিনা এমন প্রশ্নের তিনি সরাসরি উত্ত দেননি। তবে বলেন, একটা গণবিপ্লবের পর মানুষের অনেক রকম আকাংখা তৈরি হয়।

তিনি বলেন, জনগন মুখিয়ে আছে সংস্কার পর্বের পর একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।