কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে ২৪তম দফায় ভাসানচরে গেছে আরও ৯১০ জন রোহিঙ্গা। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল আটটার দিকে চট্টগ্রামের পতেঙ্গার বোটক্লাব জেটি থেকে নৌবাহিনীর চারটি জাহাজে করে এসব রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হয় নোয়াখালীর ভাসানচরে।

এর আগে সোমবার রাতে এসব রোহিঙ্গাকে বাসে করে চট্টগ্রাম নিয়ে  আসা হয়। গত ১৪ ফেব্রুয়ারি ২৩ দফায় মোট ৩৩ হাজার ৫২৭ জন রোহিঙ্গা ভাসানচরে গেছেন। ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথমবারের মতো রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়।