বরিশাল বিশ্বববিদ্যালয়ে মাইশা ফৌজিয়া মিম নামের এক শিক্ষার্থী বাসচাপায় নিহত হয়েছেন। বুধবার (৩০শে অক্টোবর) রাতে ভোলার মোড় এলাকায় এঘটনা ঘটে। এর প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-বরিশাল মহাসড়কে অবরোধ করে এবং বাসটিতে আগুন ধরিয়ে দেয়।
নিহত মিম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, কুয়াকআটা থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জের ট্রাভেলস পরিবহনের একটি বাস বরিশালের দিকে যাচ্ছিল। ওই সময় বাসটি ভোলার মোড় পৌঁছালে রাস্তার পার হওয়ার সময় মিমকে চাপা দেয়। পরে আহত মাইশাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের পুলিশের অভিযান চলছে।