রাঙামাটিতে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। আজ শুক্রবার থেকে রাঙামাটি ভ্রমণ করতে পারবে পর্যটকরা।

এরপর গত বুধবার (৩০শে অক্টোবর) রাঙামাটি জেলা প্রশাসনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রাঙামাটিতে পর্যটকদের আগমনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার কথা জানান রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।

তিনি আরও জানান, সাজেকে পর্যটকদের ভ্রমণের ক্ষেত্রে খাগড়াছড়ি জেলায় যখন ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে তখন থেকে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

পাহাড় ঘেরা রাঙামাটির বিশাল কাপ্তাই লেক, আর প্রাকৃতিক ঝর্ণার অপার সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ পিপাসুরা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারবেন পর্যটন শহর রাঙামাটিতে।

এদিকে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুুতি নিয়েছে রাঙামাটির পর্যটন উদ্যোক্তারা। রাঙামাটি পর্যটন হলিডে কমপ্লেক্সসহ বেসরকারি পর্যটন কেন্দ্রগুলো রাঙামাটি ভ্রমণ করতে আসা পর্যটকদের আতিথেয়তা দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে।