এবছর ৩ লাখ ৫০ হাজার টন আমন ধান এবং ৫ লাখ ৫০ হাজার টন আমন চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। একই সঙ্গে ১লাখ টন আতপ চাল সংগ্রহের সিদ্ধান্তও নেয়া হয়েছে। আজ বুধবার (৬ই নভেম্বর) রাজধানীর সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

সভা শেষে খাদ্য সচিব মাসুদুল হাসান জানান, প্রতি কেজি ধান ৩৩ টাকা দরে, সেদ্ধ চাল ৪৭ টাকা দরে, এবং আতপ চাল ৪৮ টাকা দরে ক্রয় করবে সরকার।

তিনি জানান, আগামী ১৭ই নভেম্বর থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত ধান ও সেদ্ধ চাল সংগ্রহ করবে সরকার। অন্যদিকে, আতপ চাল সংগ্রহ করা হবে ১৭ই নভেম্বর থেকে  ১০ই মার্চ পর্যন্ত।

উৎপাদন খরচ গত বছরের চেয়ে দুই থেকে আড়াই টাকা বেড়েছে বিবেচনায় ফসলের দাম কেজিতে তিন টাকা করে বাড়ানো হয়েছে বলে জানান সচিব।

এছাড়া সরকারি পর্যায়ে পাঁচ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে যার প্রক্রিয়া চলমান। এর মধ্যে ৩ লাখ জন জি-টু-জি পদ্ধতিতে এবং দুই লাখ টন উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংগ্রহ করা হবে।

গত ২০২৩-২৪ সালের আমন মৌসুমে সাত লাখ টন চাল ও ধান কেনার পরিকল্পনা করা হয়েছিল। এর মধ্যে ছিল ২ লাখ টন ধান ও ৫ লাখ টন চাল ছিল।

চার লাখ টন সেদ্ধ চাল ৪৪ টাকা ও এক লাখ টন আতপ চাল ৪৩ টাকা কেজি দরে আর দুই লাখ টন ধান ৩০ টাকা কেজি দরে কেনার সিদ্ধান্ত ছিল।

বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, এবার আমরা প্রয়োজনের চেয়ে লক্ষ্যমাত্রা একটু বাড়িয়ে ধরেছি, যাতে সংগ্রহ করতে গিয়ে কোনো ঘাটতি সৃষ্টি না হয়।