নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ গ্যাস লাইন সংযোগ নেয়ার সময় পাইপ লিকেজের আগুনে বিস্ফোরণে ৭ জন দগ্ধ হয়েছে। সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।
দগ্ধদের উদ্ধার করে ৫ জনকে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়। দগ্ধরা হলেন- রাজু , মিজান, রিপন, শাহজালাল। বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।
স্থানীয়রা জানান, সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে গ্যাস লাইন সংযোগ নেয়ার সময় ওয়েল্ডিং মেশিন দিয়ে কাজ করতে গেলে পাইপ লিকেজ হয়ে আগুনে বিস্ফোরণে তারা দগ্ধ হয়। স্থানীয় দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করে।