ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ২২১ জন। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন পুরুষ, একজন নারী। তাদের মধ্যে তিনজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের, একজন ঢাকা বিভাগের, একজন চট্টগ্রাম বিভাগের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৩৭২ জন। মোট আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২১ জন।
এতে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটিতে ২১৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৭১, ঢাকা বিভাগে ৩২৪, বরিশালে ৯৫, চট্টগ্রামে ১২৩, খুলনায় ১৬০, রাজশাহীতে ৬৬, ময়মনসিংহে ৩৫, সিলেটে ৬ ও রংপুরে ২৮।
চলতি বছর ডেঙ্গুতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৬ হাজার ২১ জন। আর মশাবাহিত রোগটিতে মারা গেছেন ৩৭২ জন।
প্রসঙ্গত, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ রোগী। ওই সময়ে মারা যান ১ হাজার ৭০৫ জন।