পান্ডুলিপি পরিমার্জন জটিলতায় বই মুদ্রণে দেরি হলেও আগামী বছরের প্রথম মাসেই প্রাথমিকের শিক্ষার্থীরা নতুন বই পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।

রোববার (১৭ই নভেম্বর) সকালে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন, জনগণের সহযেগিতা ও সমর্থনের ওপর নির্ভর করে সরকারের সফলতা। এ জন্য নিজ নিজ অবস্থান থেকে সংশ্লিষ্টদের ভূমিকা পালন করার আহবান জানান তিনি।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশে সবচেয়ে কম বাজেট বরাদ্দ দেয়া হয় বলেও জানান উপদেষ্টা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের চাকরির ক্ষেত্রে দশম গ্রেড দাবির বিষয়টি বাস্তবসম্মত নয় উল্লেখ করে তিনি বলেন, এই জটিলতা থেকে ধাপে ধাপে উত্তরণ ঘটাতে হবে।