রাজধানীতে ব্যাটারি রিকশা, অটোরিকশা ভ্যান ও ইজিবাইক চলাচলের নীতিমালা প্রণয়নের জন্য ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন চালক-মালিকরা। এসব যানবাহনের রুট পারমিট দেয়ার দাবিও জানান তারা।

শনিবার (২৩ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে ৭ দফা দাবিতে আয়োজিত সমাবেশে এ দাবি জানায় রিকশা, ব্যাটারি রিকশা, ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ।

সমাবেশে নীতিমালা অনুযায়ী ইজিবাইক, রিকশাসহ ব্যাটারিচালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিটের দাবি জানানো হয়।

এ বিষয়ে সংগঠনের আহ্বায়ক আহ্বায়ক খালেকুজ্জামান লিপন বলেছেন, একটা নীতিমালা তৈরি করে ব্যাটারিচালিত রিকশাচালকদের লাইসেন্স দেওয়া, রুট পারমিট ও সড়কে পৃথক লেনের দাবিতে তাদের সংগঠন ১২ বছর ধরে আন্দোলন চালিয়ে আসছে।

৬ জুলাই বিআরটিএ থেকে চিঠি দিয়ে জানানো হয়, আমাদের দাবিটা যৌক্তিকভাবে পরিচালনা করছে। ২৪ অক্টোবর আমাদের জানানো হলো নীতিমালা চূড়ান্ত হয়ে আছে। আমরা আশায় বুক বেঁধে আছি, কিন্তু প্যাডেলচালিত রিকশাচালকদের একটি সংগঠন রিট করল। পেটে লাথি মেরে কোনো রিট হতে পারে না।

সরকারের উদ্দেশে তিনি বলেন, ‌‘একটা নীতিমালা করে লাইসেন্স দিয়ে, নিবন্ধন করে রুট পারমিট দিয়ে দিন। যখন লাইসেন্স আর রুট পারমিটের বিষয়টি আসবে তখনই নিরাপত্তার বিষয়টি চলে আসবে। তাই নীতিমালাটা অবিলম্বে ৭ দিনের মধ্যে চূড়ান্ত করুন। নতুবা ৩০ নভেম্বর ঢাকার ব্যাটারিচালিত রিকশাচালকদের সঙ্গে সংহতি জানিয়ে দেশের ৬৪ জেলায় সমাবেশ করা হবে।