ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন তাকে ‘সাহসী পদক্ষেপ’ বেলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শনিবার (২৩ নভেম্বর) তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে এ কথা বলেন তিনি।

এরদোয়ান বলেন, আমরা এই গ্রেফতারি পরোয়ানার পক্ষে। আন্তর্জাতিক ব্যবস্থায় মানবতার প্রতি আস্থা ফিরিয়ে আনতে আইসিসির সদস্যদেশগুলোর সাহসী এই সিদ্ধান্ত গ্রহণকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি।

গাজায় গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত। আইসিসির বিবৃতি অনুযায়ী, নেতানিয়াহু ও গ্যালান্ট ইচ্ছাকৃতভাবে গাজার বেসামরিক জনগণকে খাদ্য, পানি, ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহের পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎসহ তাদের বেঁচে থাকার অপরিহার্য অনুসঙ্গ থেকে বঞ্চিত করছে।

আইসিসির প্রসিকিউটর করিম খানের আবেদনের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেয় আসিসি।

তবে, আইসিসির সদস্য দেশ না হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করার এখতিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালতের নেই বলে দাবি করেছে ইসরাইল।

যদিও গ্রেফতারি পরোয়ানা ঘোষণা করার সময় আইসিসি জানায়, ‘ফিলিস্তিনের আঞ্চলিক বিচারিক এখতিয়ারের ভিত্তিতে’ ইসরাইলের ওপর বিচারিক ক্ষমতা প্রয়োগ করা হতে পারে।

এদিকে, পরোয়ানা আমলে নিয়ে নেতানিয়াহুকে গ্রেফতারের প্রতিশ্র“তি দিয়েছে ইউরোপের ৭টি দেশ। দেশগুলো হল- নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম ও নরওয়ে।