পার্শ্ববর্তী দেশের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অনেক মিথ্যা তথ্য প্রচার করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি বর্তমান পরিস্থিতির জন্য সবাইকে ধৈর্য ধারণের করতে বলেন। দেশের উন্নতির জন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছে বলেও উল্লেখ করেন তিনি।

আবু সাঈদ হত্যা মামলার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আপনারা আবু সাঈদের নামে ফাউন্ডেশন তৈবি করছেন। এই ফাউন্ডেশনে যত ধরনের সাহায্য সহযোগিতা লাগবে, আমরা তা করবো। আবু সাঈদ হত্যা মামলায় ৩ জন আসামি গ্রেপ্তার হয়েছে। এ মামলা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করবো। অন্যান্য আসামি যারা ঘুরে বেড়াচ্ছে, তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন। তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে, কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শহীদ বীর আবু সাঈদরা সব সময় জন্মায় না, সব এলাকায়ও জন্মায় না, বীর আবু সাঈদ আপনাদের এলাকায় জন্মাইছে, এজন্য আপনারা ভাগ্যবান। সবাই আবু সাঈদের জন্য দোয়া করবো। তিনি যে বীর; তার বীরত্ব বলে শেষ করা যাবে না।’

কবর জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। পরে তিনি আবু সাঈদের এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। এরপর রংপুর পুলিশ লাইন অডিটোরিয়ামে জেলা ও মহানগর পুলিশের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।