কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক দ্বিতীয়বার মা হয়েছেন। শনিবার (১৪ ডিসেম্বর) কোয়েলের কোল জুড়ে এসেছে ফুটফুটে কন্যা সন্তান। মা হওয়ার সুখবরটি অভিনেত্রী নিজেই জানিয়েছেন। ক’দিন আগেই জানিয়েছিলেন, তিনজন থেকে শিগগিরই চারজন হবেন কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানের। এবার পরিবারে এল সেই খুশির দিন।

চলতি বছরে দুর্গাপূজার প্রথমবার কোয়েল ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‌‘আনন্দের সঙ্গে জানাচ্ছি, আমাদের পরিবার বড় হচ্ছে। খুব জলদিই কবির বড় ভাই হতে চলেছে। আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময়ে।’

 

নিসপল, কোয়েল ও কবির। ছবি ফেসবুক থেকে নেওয়া

এদিকে সংবাদমাধ্যমে কন্যাসন্তান হওয়ার খবর জানিয়েছেন নিসপাল। নিসপাল, কোয়েল ও কবিরের একটি ছবি পোস্ট করেছেন প্রযোজক। তার সঙ্গে দেখেন ১২.১২.২৪-এ তাঁদের ঘরে এসেছে কন্যা সন্তান।

সন্তানসহ ছবি দিয়ে মা হওয়ার বার্তা রাধিকারসন্তানসহ ছবি দিয়ে মা হওয়ার বার্তা রাধিকার
২০১৩ সালে বিয়ে করেছিলেন কোয়েল মল্লিক ও নিসপাল সিং রানে। বিয়ের পরও রূপালি পর্দায় দেখা গিয়েছে কোয়েলকে। ২০২০ সালে জন্ম হয় নিসপাল সিং রানে ও কোয়েলের প্রথম সন্তান কবিরের।