পদোন্নতি এবং আর্থিক ক্ষতিপূরণের সরকারি নির্দেশনা দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ আমলে পদবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোখলেস উর রহমানের কক্ষের সামনে কর্মকর্তা ও কর্মচারীরা অবস্থান নেন।
তাদের অনেকেই মেঝেতে বসে গেছেন। বেলা সাড়ে ১১টার দিকে জনপ্রশাসন সচিব তাদের সঙ্গে কথা বলার জন্য দপ্তরের বাইরে বের হয়ে বঞ্চিত কর্মকর্তাদের তোপের মুখে পড়েন।
এ সময় বিক্ষুব্ধ বঞ্চিত কর্মকর্তারা উচ্চস্বরে সচিবের সঙ্গে কথা বলতে থাকেন। কেউ কেউ জনপ্রশাসন সচিবকে পদত্যাগ করতে বলেন।
পরে নিজের রুমেই সাংবাদিকদের সাথে কথা বলেন অবরুদ্ধ জনপ্রশাসনের সিনিয়র সচিব। তিনি জানান, পদবঞ্চিতদের বিষয়ে সরকারের নির্দেশনা এখনো হাতে পাননি। হাতে পেলে দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা নেবেন।