রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করবে পূর্ব তিমুর। বাংলাদেশের সাথে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আগ্রহের কথা জানান ঢাকায় সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে এ আশ্বাস দেন তিনি। প্রধান উপদেষ্টার কার্যালয়ে বৈঠক পরবর্তী যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তারা।
রোববার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আসেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হোর্তা। এ সময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। এরপর তাকে গার্ড অব অনার দেয়া হয়।
পরে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন বন্ধু প্রতীম দুটি দেশের শান্তিতে নোবেল জয়ী দুই নেতা।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন তারা। এ সময় পূর্ব রামোস এ কথা বলেন।
তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূসের শতাধিক ডিগ্রি রয়েছে, যা বিস্ময়কর। পৃথিবীতে সম্ভবত তিনি একমাত্র নেতা, যিনি এত সম্মানিত এবং এমন শক্তশালী একাডেমিক যোগ্যতা রয়েছে।
এ সময় তিনি আরও বলেন, সামনের দিনে আমরা বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী।
পূর্ব তিমুর ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। দুই দেশের ডিপ্লোমেটিক এবং অফিসিয়াল পাসপোর্ট হোল্ডারদের মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি এবং দ্বিপাক্ষিক পরামর্শ সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
চার দিনের সফরে ঢাকায় এসেছেন পূর্ব তিমুরের প্রেসিডেন্ট।