হার দিয়ে বিপিএল যাত্রা শুরু করল ঢালিউড মেগাস্টার শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস। তাদেরকে ৪০ রানের বড় ব্যবধানে হারিয়েছে রংপুর রাইডার্স। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নামে রংপুর রাইডার্স। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে তারা। জবাবে খেলতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করে ঢাকা।
টস জিতে আগে রংপুরকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় ঢাকা। তবে দ্বিতীয় ওভারে গিয়ে প্রথম উইকেট হারায় রংপুর। ৭ বলে ১৪ রান করে স্টিভেন টেলরকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন মোস্তাফিজুর রহমান। তিন বল পর ৬ বলে ৫ রান করা অ্যালেক্স হেলসকে ফিরিয়ে প্রথম উইকেট পান আলাউদ্দিন বাবু।
তৃতীয় উইকেট জুটিতে সাইফ হাসানের সঙ্গে জুটি গড়েন ইফতিখার আহমেদ। ৬৫ বলে ৮৯ রানের এই জুটিও ভাঙেন আলাউদ্দিন বাবু। ৩৩ বলে ৪০ রান করা সাইফ হাসানকে আউট করেন তিনি।
৩৮ বলে ৪৯ রান করে আউট হয়ে যান ইফতিখার। তবে শেষটা দারুণভাবে রাঙান খুশদিল শাহ ও নুরুল হাসান সোহান। ১৮ বলে ৪১ রানের জুটি ছিল তাদের। ২২ বলে ২৫ রান করে সোহান আউট হলেও ২৩ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন খুশদিল।
লক্ষ্য তাড়ায় শুরুটা বেশ দারুণই করে ঢাকা। যদিও শুরুতে কিছুটা দেখে খেলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। তবে এ জুটি ভাঙার পর হঠাৎ করেই ছন্দ পতন ঘটে দলটির। মূলত স্পিনার শেখ মেহেদী আসার পরই ম্যাচে ফিরে আসে রংপুর। টানা চারটি উইকেট তুলে নেন এই স্পিনার।
তানজিদকে ফিরিয়ে জুটি ভাঙার এক বল পর এনসিএল টি-টোয়েন্টিতে চমক দেখানো হাবিবুর রহমান সোহানকে ফেরান শেখ মেহেদী। অবশ্য প্রথম বলেই ছক্কা হাঁকিয়েছিলেন হাবিবুর। পরের ওভারে লিটন দাসের ফারমানুল্লাহ সাফিকে ফিরিয়ে ফের জোড়া ধাক্কা দেন এই স্পিনার। ফলে ১০ রানের ব্যবধানে চারটি উইকেট হারিয়ে চাপে পরে যায় ঢাকা।
অধিনায়ক থিসারা পেরেরা এসে ২টি ছক্কা ও ১টি চারে আগ্রাসী ঢঙ্গে শুরু করেন। তবে তাকে খুব বেশি আগাতে দেননি কামরুল ইসলাম রাব্বি। এরপর খুশদিল শাহ ও রাকিবুল হাসানের বলে দ্রুত ফিরে যান আলাউদ্দিন বাবু ও আমির হামজা। এক প্রান্ত আগলে ঢাকার আশা জাগিয়ে রেখেছিলেন স্টিফেন এস্কিনাজি। তবে এলবিডাব্লিউর ফাঁদে ফেলে দুই প্রান্তেই লেজ বের করে আনেন খুশদিল।
এরপর ২৩ রানের জুটি গড়ে হারের ব্যবধান কমান মুকিদুল ইসলাম ও নাজমুল হোসেন অপু। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রানের ইনিংস খেলেন লিটন। ২৭ বলে ৩টি চার ও ১টি ছক্কায় এই রান করেন তিনি। ২১ বলে ২টি করে চার ও ছক্কায় ৩০ রান করেন তানজিদ। রংপুরের পক্ষে ২৭ রানের খরচায় ৪টি উইকেট নেন শেখ মেহেদী। জোড়া শিকার খুশদিলের।