প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পোস্ট নিয়ে সম্প্রতি কথা বলেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। নিজের ফেসবুক পোস্টে শফিকুল আলমের সাম্প্রতিক ও পূর্ববর্তী ফেসবুক পোস্ট সামনে এনেছেন তিনি। যা নিয়ে চলছে আলোচনার ঝড়। এর মধ্যে শাওনকে উদ্দেশ্য করে ফেসবুকে পোস্ট করেছেন শফিকুল আলম নিজেও।
পোস্টে প্রেস সচিব লেখেন, ‘এটা ভালো ব্যাপার যে মেহের আফরোজ শাওন আমার ফেসবুক ডায়রি পড়ছে। কেউ যখন আমার সবগুলো লাইন আগ্রহ নিয়ে পড়ে আমি খুবই খুশি হই। আমি লিখতে ভালোবাসি, আর যখন অনেক মানুষ তা পড়ে তখন আশি খুশি হই।’
তিনি লেখেন, ‘বাংলাদেশে অনেক পাঠক প্রয়োজন। এতে করে তাদের পড়ার গণ্ডি বাড়বে। শুধু মাও লিটল রেড বুক কিংবা আমাদের ক্ষেত্রে অসমাপ্ত আত্মজীবনীর মতো লেখা থেকে বের হয়ে অন্য লেখাও পাঠক পড়বে। আমি বাংলাদেশের অনেক বিষয় নিয়ে লিখেছি। যার মধ্যে অনেক বিতর্কিত বিষয়ও ছিল। এমনকি গাঁজাখোরদের নিয়েও লিখেছি আমি।’
তিনি আরও লিখেছেন, ‘সবাইকে আমার ফেসবুক ওয়ালে স্বাগতম। গত বছর আমি পাঁচ লাখেরও বেশি শব্দ লিখেছি এবং হাজার হাজার ছবি পোস্ট করেছি। আশা করি আপনারা হতাশ হবেন না। একমাত্র যেই বিষয়টি নিয়ে আপনারা হতাশ হতে পারেন তা হচ্ছে টুঙ্গিপাড়ার অশান্ত সেই ছেলেটি কিংবা বাংলার কসাই নিয়ে তেমন কোনো লেখা পাবেন না।’
প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ফেসবুকে পাঁচটি ছবি আপলোড করেন শফিকুল আলম। সেই ছবিতে দেখা যায়, শেখ হাসিনার ছবি সম্বলিত একটি ডাস্টবিনে ময়লা ফেলছেন তিনি। এ নিয়ে সমালোচনা করেন মেহের আফরোজ শাওন।