দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর বুধবার থেকে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন ভিসা প্রদান কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবারই (৪ ফেব্রুয়ারি) আগরতলার বাংলাদেশের সহকারী হাইকমিশনের প্রথম সচিব ও দূতালয় প্রধান মো. আল আমীন এক বিজ্ঞপ্তিতে বুধবার থেকে ভিসা ও কনস্যুলার পরিষেবা চালুর কথা জানান।

দ্য হিন্দু বাংলাদেশের কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, মিশনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে। ভারতীয় প্রশাসন এবং ত্রিপুরার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মিশনের সুরক্ষা নিশ্চিত করতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মিশনের এক কর্মকর্তা জানিয়েছেন, নতুন করে ভিসা ও কনস্যুলার সেবা চালুর পর আবেদনকারীদের সব ধরনের সহায়তা দেওয়া হবে এবং যেসব আবেদন প্রক্রিয়াধীন ছিল, সেগুলোও দ্রুত নিষ্পত্তি করা হবে। ত্রিপুরার সাধারণ জনগণ, বিশেষ করে বাংলাদেশে ভ্রমণ, বাণিজ্য বা অন্যান্য কাজে আগ্রহী ব্যক্তিরা এই পরিষেবা পুনরায় চালুর ফলে উপকৃত হবেন।

ঢাকার বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে জানা গেছে।

এর আগে, গত বছরের ৩ ডিসেম্বর মিশন কর্তৃপক্ষ ভিসা ও কনস্যুলার সেবা স্থগিত করে। ২ ডিসেম্বর একদল বিক্ষোভকারী মিশনের চত্বরে প্রবেশ করেছিল ভাঙচুর চালালে মিশন কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। বিক্ষোভকারীরা ঢাকায় হিন্দু সন্ন্যাসী ও ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে এই ভাঙচুর চালায়। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার উদ্বেগ তৈরি হয়, যার ফলে মিশন সাময়িকভাবে সব ধরনের কনস্যুলার সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।