গুম-খুনের দায়ে শেখ হাসিনাসহ অভিযুক্তদের বিচার না হলে আবারও অন্যায়ের সুযোগ তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সব অন্যায়-জুলুমের বিচার নিশ্চিত করা হবে।
রোববার (১৬ মার্চ) রাজধানীর একটি হোটেলে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুনের শিকার পরিবার ও চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ এবং তাদের জন্য ‘ঈদ উপহার বিতরণ’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘আমরা বিএনপি পরিবার’ এই অনুষ্ঠানের আয়োজন করে।
ইফতার পুর্ব আলোচনায় তারেক রহমান বলেন, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন, গুম-খুনের শিকার হয়েছেন তাদের পরিবারের পাশে বিএনপি থাকবে। সব অপরাধের অবশ্যই বিচার হতে হবে।
তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রত্যাশা করে সামনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। অনুষ্ঠানে গুম খুনের শিকার ও শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ও দলের কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা মো. আবুল কাশেম ও মোস্তফা জামান-ই সেলিম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী এবং গুমের শিকার হওয়া বিএনপি’র গণশিক্ষা বিষয়ক সহ-সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন প্রমুখ।