জামিন পেলেও জেল থেকে ছাড়া পাননি আরিয়ান। যদিও শেষমেশ বোম্বে হাইকোর্ট থেকে খানিক স্বস্তি ফিরেছে শাহরুখের বাড়ি মান্নাত-এ।

টানা তিন দিনের শুনানি শেষে বলিউড তারকা শাহরুখ খানের ছেলেকে জামিন দিয়েছেন বোম্বে হাইকোর্ট। তবে গতকাল ২৮ অক্টোবর জামিন হলেও জেল থেকে মুক্তি পাননি  আরিয়ান। কারণ, আদালতের নির্দেশনার বিস্তারিত কপি এখনও তৈরি হয়নি। এটি আজ শুক্রবার তৈরি হতে পারে। এরপর সেটা যাবে আর্থার রোড জেলখানায়। সে পর্যন্ত জেলেই থাকতে হবে আরিয়ানকে। আর এই প্রক্রিয়ায় আরিয়ানের জামিন পেতে শুক্রবার বিকাল অথবা শনিবার পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

এ বিষয়ে আরিয়ানের আইনজীবী গণমাধ্যমকে জানিয়েছেন, যেহেতু উচ্চ আদালত এই মামলার বিস্তারিত রায় দেননি, তাই সেটি না পাওয়া পর্যন্ত জেল থেকে ছাড়া পাবেন না আরিয়ান। শুক্রবার জামিন মঞ্জুরের বিস্তারিত কারণ জানানোর পরেই আর্থার রোড জেল থেকে ছাড়া পাবেন আরিয়ান, তার বন্ধু আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার। তবে এরমধ্যে অন্য কোনও আইনি জটিলতা তৈরি হলে মুক্তির অপেক্ষা আরও দীর্ঘ হতে পারেও বলছে বিভিন্ন সূত্র।

বৃহস্পতিবার দুপুর তিনটা নাগাদ মাদককাণ্ডে শুনানি শুরু হয় বোম্বে হাইকোর্টে। বিকাল ৪টা ৪৫ মিনিটে অভিযুক্তদের জামিনের রায় দেন আদালত। আরিয়ানসহ মাদককাণ্ডে অভিযুক্ত আরবাজ শেঠ মার্চেন্ট ও মুনমুন ধামেচাও একইসঙ্গে জামিন পেলেন।

২ অক্টোবর মুম্বাইয়ে একটি ক্রুজশিপ পার্টিতে অভিযান চালিয়ে আরিয়ানসহ আট জনকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। গ্রেফতারকৃতদের মধ্যে ছিলেন তার বন্ধু আরবাজ মার্চেন্ট ও মডেল মুনমুন ধামেচা। এই মামলার তদন্তের অংশ হিসেবে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ২০ জনকে।

৮ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোড কারাগারে রয়েছেন অভিযুক্তরা।

সূত্র: কইমই